বুয়েট ছাত্রীর ল্যাপটপ চুরি করা সেই যুবক গ্রেপ্তার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বাসে চুরির ঘটনায় অভিযুক্ত রনি ওরফে কাউয়া রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি জানান, গত ২০ জানুয়ারি দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বাস থেকে একজন ছাত্রীর ল্যাপটপ চুরি হয়। এই চুরির ঘটনায় গতকাল সোমবার শাহবাগ থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় চোরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
রনিকে শাহবাগ থানার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এমএসি/এমজে