নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ওমর ফারুক খান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ছোট ভাই রফিকুল জানান, আমার ভাইয়ের কাঁচপুর বাজারে ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান রয়েছে। তিনি বিকেলের দিকে বাসে চড়ে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে বাসে প্রতারক চক্র সুকৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে রাস্তায় ফেলে যায়। 

পরে সেখান থেকে পথচারীরা আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আমরা সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইকে খুঁজে পাই। এখানে মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।

তিনি বলেন, আমাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঞ্চনপুর গ্রামে। আমার বাবার নাম আহমেদ খান (মৃত)। আমার ভাই তিন ছেলের জনক ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/কেএ