রাজধানীর ধানমন্ডির ১ নম্বর সড়কে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মারধরে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। 

ঢাকা কলেজের আহত ওই শিক্ষার্থীর নাম সিয়াম আহমেদ। তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

আহত সিয়াম বলেন, ক্লাস শেষে বাড়ি যাওয়ার পথে সিটি কলেজের ছাত্ররা অতর্কিতভাবে হামলা করে। এতে আমার মাথার পেছনের দিকে ডানপাশে আঘাত পেয়েছি। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঢাকা কলেজের আহত এক শিক্ষার্থীকে পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে দুপুর বারোটার কাছাকাছি সময়ে ধানমন্ডির ১ নম্বর সড়কের শেষ মাথায় ঢাকা সিটি কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী জড়ো হয়। এসময় আগে থেকেই সতর্ক অবস্থায় ধানমন্ডি মডেল থানার টহল টিম শিক্ষার্থীদের সরে যেতে বলে। পরে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুনরায় ধানমন্ডি পপুলার এবং মেরিয়ট কনভেনশন সেন্টারের সামনে জড়ো হয়। এসময় বিভিন্ন মোড়ে সিটি কলেজের শিক্ষকরাও শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য বলেন।

বিষয়টি নিয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপারেশন অর্পিত হালদার ঠাকুর বলেন, কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতির শান্ত রয়েছে। আমরা সতর্ক দৃষ্টি রাখছি।

আরএইচটি/পিএইচ