রাজধানীর বকশিবাজার সিগন্যাল এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন রাজু আহমেদ (৩০) নামে এক অটোরিকশা চালক। এ সময় তার কাছে থাকা রিকশাটি নিয়ে পালিয়েছে প্রতারক চক্রটি।

রোববার (২৮ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় পথচারীরা ওই অটোরিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর তার পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রাজ্জাক বলেন, এক পুলিশ সদস্য এই অটোরিকশা চালককে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসতে বলেন। তখন তিনি অচেতন ছিলেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে পাকস্থলী ওয়াশ করে চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করিয়েছেন।

তিনি বলেন, প্রতারক চক্রটি সিগারেটের সঙ্গে কিছু খাইয়ে তার সঙ্গে থাকা একটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তার কিছুটা জ্ঞান ফিরলে আমরা তার পরিবারকে খবর দেই, তার স্ত্রী এসেছে।

অচেতন রিকশাচালকের স্ত্রী আফসানা বেগম বলেন, আমার স্বামী পেশায় একজন রিকশাচালক। আমি খবর পেলাম আমার স্বামী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। খবর পেয়ে এসে শুনি অজ্ঞান পার্টি অচেতন করে আমার স্বামীকে রাস্তার পাশে ফেলে যায় এবং তার কাছে থাকা রিকশাটি নিয়ে যায়। বর্তমানে সে মেডিসিন বিভাগের চিকিৎসাধীন আছে।

তিনি বলেন, আমরা গরীব মানুষ। রিকশাটি নিয়ে গেল, এখন আমরা সংসার চালাবো কীভাবে। বর্তমানে আমরা হাজারীবাগ এলাকায় থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আমরা জানতে পারি যে, অচেতন ব্যক্তি অটোরিকশা চালক। অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে তার কাছ থেকে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক। বর্তমানে মেডিসিন বিভাগে তার স্ত্রী তার সঙ্গে আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/কেএ