রাজধানীর হাতিরঝিল থানার উলন এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এর চালক নিহত হয়েছেন। তার নাম আশরাফ হুসাইন (৪২)।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।

আশরাফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুজাহিদুল ইসলাম বলেন, বিকেলে চলন্ত অবস্থায় অটোরিকশাটির সামনের চাকা ফেটে যায়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে আমরা কয়েকজন পথচারী এর চালক আশরাফকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমরা তার মোবাইল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। চালকের ড্রাইভিং লাইসেন্স দেখে তার নাম পরিচয় জানা গেছে। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি।

এসএএ/জেডএস