সিআইডির হাতে সোনা চোরাচালান চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার
রাজধানীর ফকিরাপুল থেকে মো. মফিজুল ইসলাম (৪৫) নামে সোনা চোরাচালান চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৮ জানুয়ারি) রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মালিবাগ থেকে বিমানবন্দর হয়ে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহন লিমিটেডের একটি বাসের ড্রাইভারের সিটের নিচে লুকায়িত থাকা স্কyটেপ দিয়ে মোড়ানো ৫৮টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার বারের ওজন ৬ কেজি ৭৬০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য চার কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা।
এ সময় বাসের চালক মো. শাহাদৎ হোসেন (২৯), হেলপার মো. ইব্রাহীম (২৭) হেলপার ও সুপারভাইজার মো. তাইকুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, পরবর্তী সময়ে গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে জানায়, তাদের সঙ্গে মাফিজুল ইসলাম নামে আরও এক ব্যক্তি জড়িত আছে। পরে তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে মাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এমএসি/কেএ