ফের আগারগাঁও পাসপোর্ট অফিসে দুদক, এবার ৩ দালাল আটক
আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে আবারও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এবারের অভিযানে ৩ জন দালালকে হাতেনাতে আটক করেছে দুদক টিম। এর আগে ২৫ জানুয়ারি অভিযানকালে এনফোর্সমেন্ট টিম মুজিবর রহমান নামের একজন দালালকে হাতেনাতে আটক করেছিল। একই সঙ্গে দালালদের সঙ্গে সম্পৃক্ততা থাকা ও ঘুষ লেনদেনের প্রমাণ পাওয়ায় তিন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুদকের ঢাকা প্রধান কার্যালয় সহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকীর নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
টিমের অপর সদস্যরা হলেন— সহকারী পরিচালক সুভাষ চন্দ্র মজুমদার, মো. শাওন হোসেন অনিক এবং উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। চার সদস্যের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিম প্রত্যক্ষ করে, আগারগাঁও পাসপোর্ট অফিসের পাশে কম্পিউটার দোকানকেন্দ্রিক একটি দালালচক্র গড়ে উঠেছে। অভিযানকালে ৩ জন দালালকে হাতেনাতে ধরা হয়। পরে পরিচালক, বিভাগীয় পাসপোর্ট অফিস, আগারগাঁওকে দালালদের দৌরাত্ম্যের বিষয়টি অবগত করে গ্রাহক হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।
এনফোর্সমেন্ট টিম দ্রুত কমিশন বরাবর এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করবে বলে জানা গেছে।
আরএম/এমএ