পরিবর্তন বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় কারওয়ান বাজার এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ও পরিবর্তন বাংলাদেশের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন বাংলাদেশের ট্রাস্টি সদস্য আবু জাফর, শাহ্ রায়হান নিবিড়, রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের সাদিকা ইয়াসমিন, তারিক হাসান, মাহবুবুর রহমান, ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ও পরিবর্তন বাংলাদেশের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমএসআই/এসকেডি