রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে নিহত যুবক
রাজধানীর ডেমরা থানার মাতুয়াইল এলাকায় নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে নিচে পড়ে সোহাগ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় টাইলস মিস্ত্রি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রফিকুল ইসলাম বলেন, আমরা ডেমরা থানার মাতুয়াইল মুসলিম নগর এলাকায় ১০ তলার একটি নির্মাণাধীন ভবনের সপ্তম তলায় টাইলসের কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবসত পা পিছলে সাত তলা থেকে নিচে পড়ে যায় সোহাগ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান— সোহাগ আর বেঁচে নেই।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নিহত সোহাগ নির্মাণাধীন ঐ ভবনেই থাকত। তার বাড়ি ময়মনসিংহ সদর থানা এলাকায়। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমজে