চট্টগ্রামে পুকুরে ডুবে পিকআপ চালকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব পুকুরে নিখোঁজ হন তিনি।
নিহত ওই ব্যক্তি পিকআপ চালক বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, প্রেস ক্লাবের পুকুরের পাশে গাড়ি পরিষ্কার করছিলেন তিনি। ওই সময় পুকুর থেকে পানি তুলতে গিয়ে পড়ে নিখোঁজ হন ওই চালক। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল যায় ঘটনাস্থলে। ডুবুরি দল বিকেল ৪টার দিকে তার মরদেহ ওই পুকুর থেকে উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, আড়াইটার দিকে খবর আসে যে, সীতাকুণ্ডের এক পুকুরে ডুবে একজন নিখোঁজ হয়েছেন। এরপর ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এমআর/এসকেডি