সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে বৈঠক ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। 

শ‌নিবার (৩ ফেব্রুয়ারি) সি‌লেট সিটি কর্পোরেশনের মেয়র কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকার নেপাল দূতাবাস জানায়, বৈঠকে সিলেট ও ​​নেপালের প্রধান শহরগুলোর মধ্যে জনগণের মধ্যে সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ‌দিন সকা‌লে রাষ্ট্রদূত সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি ও কর্মকর্তা এবং সিলেটের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নীত করা এবং সিলেট ও নেপালের প্রধান শহরগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি করার বিষয়ে গুরুত্ব পায়।

এছাড়া রাষ্ট্রদূত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ (এসডব্লিউএমসি) পরিদর্শন করেন এবং কলেজের কর্মকর্তা ও সেখানে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নেপালি শিক্ষার্থীদের উদ্বেগ ও আগ্রহের কথা তুলে ধরেন এবং নেপাল ও বাংলাদেশের মধ্যে শিক্ষাগত সম্পর্ক তুলে ধরেন।

এনআই/জেডএস