মানিকগঞ্জের সিংগাইর থানা আটিপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. কুদ্দুস (৫২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত কুদ্দুসের মেয়ের জামাই রুবেল বলেন, আমার শ্বশুর পেশায় একজন ব্যবসায়ী। আজ সকালে আটিপাড়া দেওয়ানবাড়িয়া মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা আমার শ্বশুরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে সেটি জানা যায়নি। তবে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে প্রতিপক্ষের সঙ্গে। আমরা ধারণা করছি, সেই পূর্ব শত্রুতার জেরে আমার শ্বশুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

এসএএ/এসএসএইচ