করোনার প্রকোপ ঠেকাতে দেশব্যাপী সরকার আরোপিত কঠোর বিধিনিষেধ চলছে। বিধিনিষেধের সময় পুরান ঢাকার প্রধান সড়কগুলোতে সকালে মানুষের আনাগোনা কম থাকে। তবে বিকেলে হলেই বাড়ে মানুষের আনাগোনা। সামাজিক দূরত্ব না মেনে ও মাস্ক না পরে চলে পার্কে বসে খোশগল্প।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ও বিকেলে পুরান ঢাকার সূত্রাপুর, রায়সাহেব বাজার মোড়, ইংলিশ রোড, বাহাদুর শাহ পার্ক, কলতা বাজার, নবাবপুর রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকায় প্রধান সড়কে সকালে মানুষের আনাগোনা কম থাকলেও বিকেলে মানুষের চলাচল বেড়ে যায়। আবার সামাজিক দূরত্ব না মেনে ও মাস্ক না পরে বাহাদুর শাহ পার্ক, মালিটোলা পার্কে বসে অনেকে গল্প করছে। পার্কে আইনশৃঙ্খলা বাহিনী নিষেধ করলেও কিছুক্ষণ পর আবার আগের মতো মানুষের আনাগোনা দেখা যায়। অলিগলিতে বিধিনিষেধ না মেনে চলছে বেচাকেনা।

জানতে চাইলে কলতাবাজারের বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, ‌মাস্ক পরছি। পরিবারের জন্যে কিছু জিনিস কিনতে বের হয়েছি। এমনিতে সারাদিন বাসায় থাকা হয়। কেনাকাটা শেষ হলে বাসায় চলে যাব।

বাহাদুর শাহ পার্কে দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা লেনিন বলেন, পার্কে ভাসমান মানুষ বেশি। আমরা একবার সরিয়ে দিলে তারা আবার আসে। যতবার সরিয়ে দেই, ততবার আসে। বাকি যারা আছে তাদেরকে তদারকি করছি। তারপরেও মানুষ পার্কে আসছে-বসছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৫৮৮ জনে।

এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৫৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে।

গতকাল (সোমবার, ১৯ এপ্রিল) ভাইরাসটিতে ১১২ জনের মৃত্যু হয়। যা দেশে একদিনে ভাইরাসটিতে সর্বোচ্চ মৃত্যু। এর আগের ৩ দিন ১৬, ১৭ ও ১৮ এপ্রিল করোনায় মারা গেছেন যথাক্রমে ১০১, ১০১ ও ১০২ জন। এ নিয়ে টানা ৪ দিন পর ভাইরাসটিতে শতের নিচে মৃত্যু হলো।

মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৮১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।

২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৭৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯১ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৬০ জন। এছাড়া চট্টগ্রামে ১৭, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪ এবং রংপুরে ২ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

এমটি/ওএফ