মোহাম্মদপুরে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সোনামিয়ার টেক এলাকা থেকে শীর্ষ মাদক কারবারি শাওনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো ফারুকুল ইসলাম। তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদ উদ্যানের সোনা মিয়ার টেক থেকে হেরোইনসহ শাওন নামে শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, শাওনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, চাঁদ উদ্যানে সোনামিয়ার টেকে হিরোইনের স্পট চালান গ্রেপ্তারকৃত শাওন। তার ভাই পুলিশের সোর্স নয়নের ছত্রছায়ায় শাওন হিরোইনের ব্যবসা করেন। গাজার স্পট চালান রুনা, ইয়াবার স্পট চালান নকীব নামে শীর্ষ ইয়াবা কারবারি। তারা একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও মাদক কারবার শুরু করেন। চাদ উদ্যানের সোনা মিয়ার টেককে মাদকের হটস্পট বললেই চলে।
এসএএ/এমএসএ