অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম-পরিচালক অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ২টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম।

অধ্যাপক লুৎফর কাদের লেনিন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৪৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএমএ। এক শোকবার্তায় বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী ডা. লেনিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ২০২০ সালে দেশে এ পর্যন্ত ১২২ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী।

দেশে করোনা পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার ৫৩১ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৩৫ জন। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ১২ হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত দেশে মোট চার লাখ ৫৬ হাজার ৭০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়েছেন এক হাজার ৫০৭ জন।

টিআই/এফআর