বাংলাদেশ হোটেল-রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন মজুরি বোর্ড গঠন ও শ্রম আইন বাস্তবায়নসহ বিভিন্ন দাবি দাওয়া ও চলমান আন্দোলন সংগ্রামকে গতিশীল করার লক্ষ্যে গত বুধবার এ সভা হয়।

সুনামগঞ্জ জেলা হোটেল-রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিলু মিয়ার সভাপতিত্বে ও মো. আনছার আলীর পরিচালনায় এ অনুষ্ঠান হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী পটু।

সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সুবেল আহমদ, জুড়ি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. রমজান, জৈন্তাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জালাল মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জালাল মিয়া, কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম, উসমানিনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির অন্যতম নেতা আমিন তালুকদারসহ অন্যান্যরা।

বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মূল মজুরি ঘোষণা করে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা শহরে যথাক্রমে মূল মজুরির ৬০%, ৫৫% ও ৫০% বাড়িভাড়া, ১৫০০ টাকা যাতায়াত ভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা খরচ প্রদান করতে হবে। প্রতি বছর মূল মজুরির সাথে ১৫% বার্ষিক ইনক্রিমেন্টসহ বাজার দরের সাথে মজুরির সমন্বয় ও স্বাস্থ্যসম্মত কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই এবং সাপ্তাহিক ছুটি, নৈমিত্তিক ছুটি, অসুস্থতাজনিত ছুটি, অর্জিত ছুটি, উৎসব ছুটিসহ শ্রম আইনে বর্ণিত সমস্ত ছুটি মজুরিসহ প্রদান করতে হবে।

তারা বলেন, দৈনিক ৮ ঘণ্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি, চাকরিচ্যুত কারণে ৪ (চার) মাসের নোটিশ পে অথবা নোটিশের পরিবর্তে ৪ (চার) মাসের মজুরি প্রদান, বছরে ২টি উৎসব বোনাস প্রদান এবং শ্রমিক স্বার্থ বিরোধী সব শ্রম আইন ও অধ্যাদেশ বাতিল করে, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করা, সভা, সমাবেশ, ধর্মঘট এবং অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমঘন এলাকায় প্রয়োজনীয় শ্রম আদালত গঠন করে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। 

আসন্ন রমজান মাসে শ্রমিক ছাঁটাই বন্ধে মালিক ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করার সাথে সাথে সব শ্রমিকদের আন্দোলন সংগ্রাম বেগবান করার আহ্বান জানান তারা।

সভায় আগামী ৩ মার্চ বাংলাদেশ হোটেল-রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও  সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদের ৭ম মৃত্যুবার্ষিকী বিভাগীয় পর্যায়ে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এমএ