বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এবং আসন্ন রমজানকে সামনে রেখে অবৈধভাবে মজুদকৃত পণ্য রাখার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব পরিচালিত ভ্রাম্যমান আদালত।

র‍্যাব-৩ স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. আজাহার হোসেন জানান, র‍্যাব-৩-এর একটি দল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ডেমরা থানা এলাকায় অভিযান চালায়।

অভিযানে অবৈধভাবে পণ্য মজুদ করার অপরাধে মেসার্স মক্কা মদিনা রাইস এজেন্সি, বিসমিল্লাহ জেনারেল স্টোর, মেসার্স মা রাইস এজেন্সি, আল-ফারাবি ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বাবুল ট্রেডার্স নামক ৫টি প্রতিষ্ঠান থেকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।  

অভিযানে চাল, সয়াবিন তেল, আটা, ময়দা, ছোলা এবং চিনি অবৈধভাবে মজুদ ও গুদামজাত অবস্থায় দেখা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেন। 
জেইউ/এনএফ