জেএসডি সভাপতি আ স ম আবদুর রব

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘জনগণের সম্মতিবিহীন’ একাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, এটাই হবে দেশবাসীর জন্য সুবর্ণজয়ন্তীর সুখবর।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রব বলেন, জনগণের সমর্থন, সম্মতি ও রায়ের ভিত্তিতে ১৯৭১ সালে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। সুতরাং স্বাধীনতার ৫০ বছর উদযাপন হবে জনগণের স্বতঃস্ফূর্ত অভিপ্রায়ের মাধ্যমে গঠিত বৈধ সরকার দ্বারা।

জনগণের ভোটাধিকারের মর্যাদা রক্ষার জন্য সশস্ত্র লড়াই সম্পন্ন করতে হয়েছে এবং অগণিত মানুষের প্রাণ বলিদান দিতে হয়েছে। জনগণের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া কোনো শাসনব্যবস্থাই বৈধতা পেতে পারে না বলে মনে করেন জেএসডি সভাপতি।

রব আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সবার দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র পরিচালনার লক্ষ্য-উদ্দেশ্যের প্রশ্নে জাতীয় ঐক্যমত স্থাপন করা। প্রজাতন্ত্রের মালিকানা জনগণের। জনগণের ইচ্ছানুযায়ী সরকার গঠিত হবে, অন্য কোনো পন্থায় নয়।

আলোচনা সভায় জেএসডি সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামাল, মোহাম্মদ সিরাজ মিয়া, সহ-সভাপতি মিসেস তানিয়া রব প্রমুখ বক্তব্য রাখেন।

এএইচআর/এসআরএস