রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। ভালোবেসে একে অপরকে বিয়ে করেন তারা।

এই অসম ভালোবাসার কথা নিয়ে সম্প্রতি দুটি বই লিখেছেন তারা। এবারের বইমেলায় বই দুটি প্রকাশিত হয়েছে। বইগুলোর প্রচারে বইমেলায় গিয়ে দর্শনার্থীদের তোপের মুখে পড়েন তিশা ও মুশতাক।

এরই মধ্যে নিরাপত্তা চেয়ে ডিএমপির শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম তিশা। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টায় খন্দকার মুশতাক আহমেদ শাহবাগ থানায় এ জিডি করেন।

ওই জিডির পরিপ্রেক্ষিতে প্রতিকার চাইতে এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান মুশতাক ও তিশা।

ডিবির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, বইমেলায় সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার বিষয় নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে যান তারা। বিকেল ৬টার কিছু আগে তারা রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

ডিবি কার্যালয় থেকে বের হয়ে মুশতাক তার ফেসবুক আইডিতে ডিবি প্রধান হারুন অর রশীদকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি বলেন, গতকাল রাতে আমাদের গুলি করে মেরে ফেলার কথা ভিডিও প্রচার করা হয়, আমাদের কয়েকটি বই ছিঁড়ে ফেলা হয়। আমার এবং আমার ওয়াইফকে নিয়ে নানা রকম অকথ্য মন্তব্য এবং ছবি বাজেভাবে এডিট করে প্রচার করা হচ্ছে। যারা এসব করছে তাদের সবকিছুর প্রমাণ, ছবি, ফেসবুক ভিডিও লিংক দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজ একটি লিখিত অভিযোগ ডিবি প্রধান হারুন অর রশীদকে দেই। তিনি আমাদের বলেছেন বিষয়টি তিনি আইনগতভাবে দেখবেন এবং ব্যবস্থা নেবেন। আমার এবং আমার ওয়াইফ তিশার পক্ষ থেকে ওনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এমএসি/জেডএস