রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের উদ্দেশে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেছেন, জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজউক অডিটোরিয়ামে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান মিঞা বলেন, সরকারি সংস্থাগুলোর জন্য এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম শুধু কর্মকর্তা-কর্মচারীদের তথ্যভাণ্ডার নয়, এটি একটি কৌশলগত সম্পদ যা কর্মীদের উৎপাদনশীলতা বাড়ায়। পাশাপাশি এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করতে সহযোগিতা করবে। আমাদের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সেবা নিতে আসা মানুষদের আস্থা অর্জন করতে হবে। সে লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব দৌলতুজ্জামান খান বলেন, এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম হলো চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রতিষ্ঠানকে আধুনিকায়নের একটি মাধ্যম এবং মানব সম্পদ ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার একটি পদ্ধতি।

রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিতি ছিলেন— রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নূরুল ইসলাম, সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সদস্য (উন্নয়ন, নিয়ন্ত্রণ) মোহাম্মদ আব্দুল আহাদ প্রমুখ।

এএসএস/এমএ