টিকিট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৩
বাংলাদেশ রেলওয়ের টিকিট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
এনএসআইয়ের ঢাকা উইংয়ের তথ্যের ভিত্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ ও থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে পরীক্ষায় জালিয়াতি চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
আটক হওয়া অভিযুক্তরা হলেন, মো.শাহজাদা , মো. রুবেল ও মো.শিহাব।
এনএসআই সূত্রে জানা গেছে, শনিবার বেলা ২টায় রেলওয়ের টিকিট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার করে জালিয়াতি করার অভিযোগ তিনজনকে আটক করা হয়। এনএসআইয়ের ঢাকা উইংয়ের তথ্যের ভিত্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। আটক করা ব্যক্তিদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস (মাস্টারকার্ড ও ব্লুটুথ) জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও জানা গেছে, অভিযুক্তরা প্রত্যেকে একটি চক্রের সঙ্গে ১৬ লাখ টাকা করে চুক্তি করে। চুক্তি অনুযায়ী ইলেকট্রনিক ডিভাইসের (মাস্টার কার্ড) মাধ্যমে সিমকার্ড ব্যবহার করে ব্লুটুথ হেডফোনের মাধ্যমে অপর প্রান্ত থেকে উত্তরপত্রের সমাধান করে পরীক্ষার্থীদের পাঠানো হয়। আটক শিহাবের কানের ভেতরে একটি ক্ষুদ্র ম্যাগনেটিক হেয়ারিং ডিভাইস পাওয়া যায়। যা বিশেষ যন্ত্রের মাধ্যমে বের করতে হয়।
এমএসি/এসকেডি