দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার শ্রম অ‌ধিকার নি‌য়ে কাজ করা নেতাদের স‌ঙ্গে বৈঠক করেছেন।

শ‌নিবার (২৪ ফেব্রুয়া‌রি) দুপুরে তিনি এ বৈঠক করেন।

‌বৈঠক নি‌য়ে ঢাকায় মা‌র্কিন দূতাবাস তাদের ফেসবু‌কে এক পো‌স্টে জানায়, বাংলাদেশের মানুষ যেন সংগঠিত হতে এবং সম্মিলিতভাবে তাদের দরকষাকষির অধিকারের উন্নয়ন করতে পারে, তার সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। 

পোস্টে বলা হয়, শ্রম অধিকার নেতাদের সঙ্গে দেখা করতে পেরে আমরা আনন্দিত, কারণ তারা সাহসিকতার সঙ্গে বাংলাদেশের শ্রমিকদের সংগঠনের স্বাধীনতা, সম্মিলিত দরকষাকষির অধিকার এবং মানসম্মত মজুরির জন্য চাপ অব্যাহত রেখেছে। 

প্রেসিডেন্ট বাইডেন এর গ্লোবাল লেবার পলিসি বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার উন্নয়নে নিয়োজিত ব‌লেও ফেসবুক পো‌স্টে উ‌ল্লেখ ক‌রে মা‌র্কিন দূতাবাস।

এনআই/জেডএস