জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সে লক্ষ্যে ফ্রেম ওয়ার্ক চুক্তির মাধ্যমে এ বিষয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কার্যক্রম সম্পন্ন করার জন্য ডিএনসিসির কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক পৃথক কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে পৃথক তিনটি কমিটির অনুমোদন দেন।

সচিব মাসুদ আলম ছিদ্দিক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রস্তুত করা সবার ঢাকা অ্যাপ, অনলাইন হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, হটলাইন নম্বর ১৬১০৬, ডেঙ্গু সচেতনতা, স্মার্ট আনস্ট্রিট পার্কিং, শহর পরিচ্ছন্নতা ও অন্যান্য সব জনগুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক প্রচারণামূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, এ কার্যক্রমের প্রকৃতি বিবেচনায় ফ্রেম ওয়ার্ক চুক্তির মাধ্যমে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কার্যক্রমটি সম্পাদনের জন্য ডিএনসিসির কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, বাজার দর যাচাই ও প্রাক্কলন প্রণয়ন কমিটিতে ডিএনসিসির প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তাকে সভাপতি, ডিএনসিসির তথ্য কর্মকর্তাকে সদস্য সচিব এবং আইসিটি সেলের সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারকে সদস্য করা হয়েছে।

অন্যদিকে দরপত্র উন্মুক্তকরণ কমিটিতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে সভাপতি, ডিএনসিসির তথ্য কর্মকর্তাকে সদস্য সচিব এবং স্বাস্থ্য কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।

পাশাপাশি দরপত্র মূল্যায়ন কমিটিতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটির বাকি সদস্যরা হলেন ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন), নির্বাহী প্রকৌশলী (পুর) এবং সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা।

এএসএস/এসএসএইচ