উদ্বোধন করতে গিয়ে নিজেই ব্যাডমিন্টন খেললেন মেয়র তাপস
ঢাকা মেয়র কাপের ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করতে গিয়ে নিজেই মাঠেই নেমে পড়েন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় নিজেই খেলতে শুরু করেন ব্যাডমিন্টন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ঢাকা মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তাপস।
বিজ্ঞাপন
পরে মেয়র এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক 'শাটল (ফেদার) সার্ভ' এর মাধ্যমে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের তরুণদেরকে কীভাবে খেলাধুলায় আরো বেশি সম্পৃক্ত করাতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে আমাদের ঢাকা শহরের খেলোয়াড়রা কীভাবে বহির্বিশ্বের অন্যান্য শহরের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারে, সেই চিন্তা-চেতনা ও পরিকল্পনাও আমরা সন্নিবেশ করছি। সুতরাং ঢাকা মেয়র কাপের কলেবর দিনে দিনে বৃদ্ধি পাবে।
বিজ্ঞাপন
মেয়র কাপ আয়োজনের মাধ্যমে ঢাকার সন্তানেরা খেলাধুলায় এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তাপস বলেন, ইতোমধ্যে ফুটবল ও ক্রিকেট খুবই জমজমাট হয়ে গেছে। আজকেও অনেকগুলো খেলা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তীব্র প্রতিযোগিতা হয়েছে। এর মাধ্যমে আমাদের ঢাকার সন্তানেরা ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টনে এগিয়ে যাবে। সংস্কৃতিতে এগিয়ে যাবে।
গত ২৩ ফেব্রুয়ারি থেকে ক্রিকেটের ২য় পর্ব এবং ২৪ ফেব্রুয়ারি থেকে ফুটবলের ২য় পর্ব শুরু হয়েছে। এবারের আয়োজনে ব্যাডমিন্টনে মোট ৬৪টি দল অংশ নিচ্ছে। ব্যাডমিন্টনের ফাইনাল খেলার বিজয়ী দল ৩ লাখ টাকা এবং বিজিত দলকে ২ লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে।
এএসএস/জেডএস