নির্ধারিত সময়ের মধ্যে সব ভাতাভোগীর মোবাইল অ্যাকাউন্টে ভাতা পাঠানোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) মন্ত্রীর সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ২০২০-২১ অর্থবছরে উপকারভোগীর ভাতা জিটুপি পদ্ধতিতে সরাসরি মোবাইল ব্যাংকিং হিসেবে পাঠানোর অগ্রগতি পর্যালোচনা সভায় (ভার্চুয়াল) তিনি এ নির্দেশ দেন। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সব ভাতাভোগীর মোবাইল অ্যাকাউন্টে ভাতা পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবাকে জরুরি সেবা হিসেবে আওতাভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।

সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সচিব মাহফুজা আখতার, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ ও বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তারা সংযুক্ত ছিলেন। 

এসএইচআর/জেডএস