খুলনায় ওস্তাদ আব্দুল মালেক চিশতী সংগীত একাডেমির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) খুলনা নগরীর গোবরচাকায় কামাল হাসানের সভাপতিত্বে এক সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতি মনোনীত হয়েছেন শিল্পী কামাল হাসান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিশতী মুস্তারী বানু।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি চিশতী মুস্তাবী রীমা, সহ-সভাপতি কানিজ তাবাসসুম, যুগ্ম সম্পাদক মোস্তফা ফ্যায়াজ হাসান, কোষাধ্যক্ষ কাজী আজিজুর রহমান জালাল, সহ-কোষাধ্যক্ষ চিশতী মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক চিশতী হাসানুল কায়েস, সদস্য আলী আফজাল মেহেদী, রাগীব হাসান, মোস্তফা কবির হাসান।

সভায় পরবর্তীতে কমিটি আরও সম্প্রসারণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৮৮ সালে ৫ আগস্ট প্রয়াত সংগীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতী তার ছাত্রছাত্রীদের নিয়ে খুলনায় একটি সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে তার প্রয়াণের পর সংগঠনটির নাম পরিবর্তন করে ওস্তাদ আব্দুল মালেক চিশতী সংগীত একাডেমি হিসেবে নামকরণ করা হয়।

পিএইচ