নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চুরির ঘটনায় দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন খাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি দল। নেশাজাতীয় দ্রব্য খাইয়ে একটি চুরির ঘটনায় শরীয়তপুর জেলার জাজিরা থানার দায়ের করা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন খাঁ (৩৫)।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হারুন মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। তিনি মামলার পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেইউ/এসকেডি