রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার পর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

আগুনের খবর চারদিকে ছড়িয়ে পড়লে ভবনটির সামনে ভিড় করতে শুরু করেন ভেতরে আটকে পড়াদের স্বজনরা। সেই সঙ্গে উৎসুক মানুষের অতিরিক্ত ভিড়ে আগুন নেভানোর কাজ ব্যহত হচ্ছে বলে জানাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনাস্থলে অতিরিক্ত উৎসুক মানুষের ভিড় এবং আটকে পড়া ব্যক্তিদের স্বজনদের উপস্থিতিতে  উদ্ধার কাজ বিঘ্নিত হওয়ার কারনে ভবনটির সামনে থেকে সবাইকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। তবে বারবার চেষ্টা করেও এসব উৎসুক মানুষকে সরাতে পারছে না পুলিশ। অনুরোধ করা সত্ত্বেও ভবনটির সামনে ভিড় কমানো যাচ্চে না। 

আগুন লাগা ভবনটির ভেতরে অনেক মানুষ আটকে পড়ে আছেন। ওই ভবনটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্টে রয়েছে। ধারাণা করা হচ্ছে আটকে পড়াদের অনেকে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। তারাই মূলত সেখানে আটকা পড়েছেন। এই অবস্থায় ভবনের তিন তলা এবং সাত তলা  আটকে পড়ারা উদ্ধার করতে আকুতি জানায়। তাদের ডাকে সাড়া দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার অভিযান শুরু করে।  ফায়ার সার্ভিসের টার্ন টেবল লেডার (টিটিএল) ব্যবহার করে আটক পড়াদের নামিয়ে আনার কাজ চলছে। সেখান থেকেই একে একে করে নামিয়ে আনা হচ্ছে আটকা পড়াদের।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ (বৃহস্পতিবার) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এএসএস/ এমটিআই