রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনের নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার চার বছর বয়সী মেয়ে। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা আছে। তবে তাদের শনাক্ত করতে এখন পর্যন্ত কোনো স্বজন বা পরিচিতজন আসেননি।

শুক্রবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করে মর্গের দায়িত্বরত কর্মচারী আলমগীর হোসেন বলেন, মা ও মেয়েকে শনাক্ত করতে এখন পর্যন্ত কেউ আসেননি। তাদের সঙ্গে কিছু না থাকায় নাম পরিচয় জানাও সম্ভব হয়নি।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪০ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তদের মধ্যে ৩৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি সাততলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান।

তিনতলায় ছিল কাপড়ের দোকান। বাকি সব ছিল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলোতে ছিল গ্যাস সিলিন্ডার। যে কারণে আগুনের তীব্রতা ছড়িয়েছে ভয়াবহভাবে।

ওএফএ/এমএসএ