ক্যান্টিনের ভেতর বিনা টিকিটে যাত্রী পরিবহনের অপরাধে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩/৭৪৪) ট্রেনের খাবার কোচের ইজারাদার ‘মেসার্স কে আর ক্যাটারার্স’র লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রেলওয়ের পূর্ব বিভাগের ডেপুটি চিফ কমার্সিয়াল ম্যানেজার তৌষিয়া আহমেদের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, গত ২২ ফেব্রুয়ারি ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কেটারিং সার্ভিসের দায়িত্বে থাকা কর্মচারীরা বিনা টিকিটে বিপুল সংখ্যক যাত্রী বহন করা হচ্ছে— মর্মে সংবাদ প্রচারিত হয়। মেসার্স কে আর ক্যাটারর্সের এমন কর্মকাণ্ডে রেলওয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।
 
চুক্তির শর্ত মোতাবেক সার্ভিস পরিচালনা না করায় ২৯ ফেব্রুয়ারি থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের কেটারিং সার্ভিস পরিচালনা সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করা হলো।

এমএইচএন/কেএ