বেইলি রোডের আগুনে সাংবাদিক অভিশ্রুতির মৃত্যুতে আরএফইডির শোক
রাজধানীর বেইলি রোডের আগুনে সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর মারা গেছেন। অভিশ্রুতির মৃত্যুতে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) গভীর শোক ও দুঃখ শোক প্রকাশ করেছে।
শুক্রবার (১ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান হাসিবের পাঠানো বার্তায় শোক জানায় আরএফইডি।
বিজ্ঞাপন
শোক বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় দ্যা রিপোর্টের সাংবাদিক অভিস্রুতি শাস্ত্রী মারা গেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাংবাদিক অভিস্রুতি শাস্ত্রীর মৃত্যুতে আরএফইডি'র সভাপতি একরামুল হক সায়েম ও সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আরএফইডি নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসআর/এমএসএ