ট্রেনে টিকিটবিহীন ৮৫ যাত্রী থেকে ভাড়াসহ জরিমানা আদায় ৬৬ হাজার
ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা পদ্মা এক্সপ্রেস (৭৫৯) ট্রেনের একটি ট্রিপ থেকে ৮৫ জন বিনা টিকিটের যাত্রী পাওয়া গেছে। এসব যাত্রীদের কাছ থেকে সাড়ে ৬৬ হাজার টাকা ভাড়াসহ জরিমানা আদায় করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (১ মার্চ) ভোর ৪টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
পোস্টে তিনি লিখেছেন, ২৯ ফেব্রুয়ারি দিনগত রাতে পদ্মা ট্রেন যোগে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি। শরীরটা একটু অসুস্থ, ভাবলাম ট্রেনে উঠে সটান ঘুমিয়ে পড়ি। কিন্তু টিকিটবিহীন যাত্রীদের আধিক্য বেশি থাকায় আর ঘুমাতে পারলাম না। ট্রেনের মধ্যে ঘোরাঘুরি শুরু করলাম। আজকে সিসি/আরএনবি সঙ্গে থাকায় চেকিংটা বেশ জোরদার হয়েছে। চেকিংয়ের শুরুতেই তৃতীয় লিঙ্গের ২৪ জন যাত্রীর সঙ্গে দেখা। একটু ভয় পেয়ে গেলাম ট্রেনে চাঁদাবাজি করবে না তো। একটু আলাপের পরই আমার সন্দেহ ভ্রান্ত বলে প্রমাণিত হলো। এই পুরো টিমটাই স্বপ্নদ্বীপ রিসোর্টের আমন্ত্রণে ঢাকা থেকে পাবনা যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য। জয়দেবপুর ট্রেন আসার সঙ্গে সঙ্গে তিনজন যাত্রী দ্রুত নেমে যাচ্ছিলেন। একজনের মাফলার ধরে ফেললাম, বাকি দুইজনকে আরএনবি সদস্যরা ধরে ফেলল। টিকিটের টাকা না দিয়ে দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে এই তিনজন ভদ্র লোকই কোনো জবাব দিতে পারলেন না। অথচ তাদের মানিব্যাগে টাকার কোনো ঘাটতি ছিল না, আসলে তাদের অভ্যাসটাই খারাপ হয়ে গিয়েছে।
তিনি আরও লিখেছেন, এক যাত্রী পেলাম যিনি হাইকোর্টে এক স্বনামধন্য ব্যক্তির সাথে চাকরি করেন বিধায় টিকিট লাগবে কি না জানতে চাইলেন। উল্টো তাকে জিজ্ঞেস করলাম ‘আপনার কি মনে হয়?’ জবাব না দিয়ে তিনি ভদ্রলোকের মতো টিকিট কেটে নিলেন। এক ভদ্রলোক আমার কানে কানে জানালেন তার মাত্র ১০০ টাকা আছে অথচ তিনি রাজশাহী যাবেন। তিনি তার পকেট উল্টে পাল্টে আমাকে দেখাতে গিয়ে হঠাৎ সিগারেটের প্যাকেটের সঙ্গে একটা ৫০০ টাকার নোট ফ্লোরে পরে গেল। ৩৯০ টাকা দিয়ে একটা টিকিট কেটে দেওয়া হলো। তার মুখটা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেলো। একই টিকিটে দুই যাত্রী দু-জায়গায় বসে যাচ্ছিলেন, তাদের দুজনকে নতুন করে টিকিট দেওয়া হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী পেলাম যারা ডেমোক্রেসির ওপর একটি কর্মশালায় যোগদান করতে ঢাকা গিয়েছিলেন, তাদের ধারণা বেশ স্বচ্ছ। আজকে আমার পেজের অনুসারীদের সংগে ছবি তুললামও কথা বললাম। আজকে পুরো ট্রেন চেকিং করে মোট ৮৫ জন বিনা টিকিটের যাত্রী পাওয়া গেল। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ আদায় করা হলো মোট ৬৬ হাজার ৫৪৫ টাকা।
বিজ্ঞাপন
/এমএইচএন/এমএ