প্রধানমন্ত্রীর দক্ষতায় চক্রান্তকারীরা ব্যর্থ হয়েছে : চুমকি
জাতীয় সংসদে সাবেক মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করেছিল প্রধানমন্ত্রীর দক্ষতায় সেই চক্রান্তকারীরা ব্যর্থ হয়েছে।
রোববার (৩ মার্চ) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকালে তিনি এ কথা বলেন। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন।
বিজ্ঞাপন
মেহের আফরোজ চুমকি বলেন, বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ দেশ পরিচালনায় শত বাধা পেরিয়ে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশ স্বাধীন করেছিলেন বলেই আজ আমি এখানে কথা বলার সুযোগ পাচ্ছি।
তিনি বলেন, যারা দেশ স্বাধীনতায় বিরোধিতা করেছিল, যারা নির্বাচনে বাধা দিয়েছিল, নির্বাচন বানচালের চেষ্টা করেছিল প্রধানমন্ত্রীর দক্ষতায় তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব।
বিজ্ঞাপন
এ সময় বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।
এসআর/এমএ