তথ্য কমিশনে শুনানি
তারাগঞ্জ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশনা দিয়েছে তথ্য কমিশন।
সোমবার (৪ মার্চ) তথ্য কমিশনের প্রধান কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি করে এই নির্দেশ দেন।
বিজ্ঞাপন
তথ্য কমিশন জানায়, সংগত কারণ ব্যতীত অভিযোগ শুনানিতে উপস্থিত না থেকে উপ-সহকারী প্রকৌশলীকে প্রেরণ করায় উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তথ্য অধিকার আইনের আওতায় তথ্য কমিশনে এদিন ৬টি অভিযোগের শুনানির মাধ্যমে ৪টি নিষ্পত্তি করা হয়।
এসআর/এমএসএ