ময়মনসিংহ সিটি নির্বাচন
রিটার্নিং অফিসারের কক্ষে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে বিশেষ পরিপত্রে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিটি ভোটে রিটার্নিং অফিসারের কক্ষে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
সোমবার (০৪ মার্চ) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে বিশেষ পরিপত্রে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
উপসচিব মো. আতিয়ার রহমান জানান, রিটার্নিং অফিসারের তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফলাফল একীভূত করার আগেই রিটার্নিং অফিসারের কার্যালয়ের চারপাশে এবং প্রবেশ পথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং প্রয়োজনীয় পুলিশ, র্যাব, আর্মড ব্যাটালিয়ন দ্বারা ঘেরাও করে রাখার জন্য নির্দেশনা দেবেন। রিটার্নিং অফিসারের তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে অনুমোদিত ব্যক্তিরা ব্যতীত অন্য কাউকেও প্রবেশ করতে দেওয়া যাবে না।
বিজ্ঞাপন
তিনি জানান, প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ভোট গণনার বিবরণী অর্থাৎ ফলাফল প্রাপ্তির পর রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার উপস্থিত প্রার্থী অথবা এজেন্টদের সম্মুখে সেই ভোট কেন্দ্রের ফলাফল পড়ে শোনাবেন। সম্ভব হলে এক প্রস্থ (মাস্টার কপি ছাড়া) ভোট গণনার বিবরণী তার কার্যালয়ের প্রদর্শনী বোর্ডে অথবা দেয়ালে টানিয়ে জারি করবেন।
উপসচিব জানান, এছাড়া, রিটার্নিং অফিসার ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছ থেকে প্রাপ্ত বেসরকারি প্রাথমিক নির্বাচনি ফলাফল একীভূত করে রিটার্নিং অফিসারের স্বাক্ষরে নির্বাচন কমিশন সচিবালয়ে টেলিফোন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে ই-মেইল বা ফ্যাক্সের মাধ্যমে জানাবেন।
ময়মনসিংহ সিটির সাধারণ নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
এসআর/কেএ