রাজধানী ঢাকার পোস্তগোলা সেতুতে সংস্কারকাজের কারণে আজ সোমবার (৪ মার্চ) সকাল থেকে সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে বাবুবাজার সেতুর উত্তর প্রান্তের নয়াবাজার এলাকায় ও দক্ষিণ প্রান্তের কেরানীগঞ্জের কদমতলী এলাকার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

এদিন বেলা ১১টার দিকে কদমতলী এলাকায় গিয়ে দেখা যায় সড়কের বিভিন্ন অংশে সিএনজিচালিত অটোরিকশার জটলা। অটোরিকশাগুলো সড়কের উপর রাখায় সড়ক সংকুচিত হয়ে যানজট দেখা দিয়েছে। এছাড়া নয়াবাজার এলাকায়ও যানজটের কারণে থেমে থেমে যান চলাচল করছে।

এব্যাপারে ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ শিপলু জানান, পোস্তগোলা সেতু বন্ধ থাকার কারণে এই এলাকায় যানবাহনে চাপ বেশি। তবে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।

সড়ক ও জনপথ বিভাগের কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন জানিয়েছেন, পোস্তগোলা সেতুতে সংস্কারকাজের জন্য রোববার (৩ মার্চ) মধ্যরাত থেকে সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, আজ সোমবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকে পোস্তগোলা সেতু দিয়ে হালকা যানবাহন চলাচল করতে পারবে।

পিএইচ