কেএফসি-ডোমিনোজ পিৎজাসহ চার রেস্তোরাঁকে ৭ লাখ টাকা জরিমানা
ফায়ার সেফটি ও ভবনে বিকল্প কোনো সিঁড়ি না পাওয়ায় কেএফসি ও ডোমিনোজ পিৎজাসহ চারটি রেস্তোরাঁকে মোট সাত লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বুধবার (৬ মার্চ) রাজধানীর খিলগাঁও এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনা করার সময় সংশ্লিষ্টরা দেখতে পান অধিকাংশ ভবন ও রেস্তোরাঁ নিয়ম লঙ্ঘন করে গড়ে তোলা হয়েছে। সেগুলোর কোনোটিরই ফায়ার সেফটি ও বিকল্প সিঁড়ি নেই।
অভিযানে অংশ নেওয়া রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম জানান, কেএফসি ও ডোমিনোজ পিৎজায় গিয়ে ফায়ার সেফটি ও ভবনে বিকল্প কোনো সিঁড়ি পাওয়া যায়নি। এছাড়া আবাসিক ভবনে রেস্তোরাঁ তৈরি করা হয়েছে। এসব অনিয়মের কারণে রেস্তোরাঁ দুটিকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চায়না ল্যান্ড রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই কারণে চারটি রেস্তোরাঁকে মোট সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদেরকে সব নিয়মকানুন মেনে এবং নিরাপত্তা নিশ্চিত করে রেস্তোরাঁ চালাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইল রোডের গ্রিন কোজি কটেজে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত ২০ জন। যাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
জানা গেছে, সেই ভবনের প্রথম তলায় ‘চায়ের চুমুক’ নামে একটি রেস্টুরেন্ট ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত। যা পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। মাত্র এক মাস আগে ভবনটির নিচ তলায় এ রেস্টুরেন্টটি যাত্রা শুরু করে। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ জোরদার করতে অভিযান পরিচালনা করছে বিভিন্ন সংস্থা।
এএসএস/পিএইচ