চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরে চিনির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর। কারখানার সরেজমিন পরিদর্শন করে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব নিরূপণ, ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ এবং এ ঘটনায় বর্ণিত ক্ষতির প্রশমন ও প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ বা প্রস্তাবনা দেওয়ার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ স্বাক্ষরিত গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (অতি. দায়িত্ব) হিল্লোল বিশ্বাসকে। 

কমিটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, বরাবর পাঠানোর জন্য বলা হয়েছে। 

উল্লেখ্য, চট্টগ্রামের জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আজ (বৃহস্পতিবার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসএইচআর/এমএ