ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (৮ মার্চ) র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম যে সোহেল জানান, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকু দিয়ে ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন– মো. মিরাজ, মো. শাওন, রুমান শিকদার ও মো. রিপন।

তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চারটি চাকু উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের মামলায় তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ওএফএ/এসএসএইচ