সবুজবাগে দুর্বৃত্তের গুলিতে ট্রাক চালক আহত
রাজধানীর সবুজবাগের আমুলিয়া বাহিরদিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আলম (৪৮) নামে এক ট্রাকচালক গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (১০ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
ট্রাক মালিক গোলাম ফারুক জানান, আলম আমার ট্রাকের ড্রাইভার। আজ ভোরের দিকে মাটি ভর্তি ট্রাক চালিয়ে আমুলিয়ার বাহিরদিয়া এলাকায় গেলে হঠাৎ ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি পথরোধ করে দাঁড়ায়। কোনো কিছু বোঝার আগেই তারা ট্রাকের সামনের আয়না ভেঙে ফেলে এবং ট্রাক চালক আলমের ডান পায়ে হাঁটুর নিচে গুলি করে পালিয়ে যায়।
পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আলম নওগাঁ সদরের চুনিয়াপারা গ্রামের মৃত মফিজ প্রমাণিকের ছেলে। বর্তমানে সবুজবাগের নন্দীপাড়ার লকিতলা এলাকায় ভাড়া থাকেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালের দিকে সবুজবাগ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এসএম