খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১
রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মো. মনিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি পোশাক কারখানার সিনিয়র কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার( ১৪ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত মনিরুল ইসলামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকায়।তিনি পরিবার নিয়ে রাজধানীর রামপুরায় থাকতেন।
নিহত মনিরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন বলেন, আমার বাবা গাজীপুরের শ্রীপুর এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। গাজীপুর থেকে ট্রেনযোগে কমলাপুর আসার পথে খিলগাঁও এলাকার খিদমাহ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কমলাপুর রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এসকেডি