আনসার আল-ইসলামের সামরিক শাখার সদস্যসহ আটক ৬
আনসার আল-ইসলামের সামরিক শাখার দুই সদস্যসহ ৬ জঙ্গিকে আটক করে র্যাব
দেশের বিভিন্ন জেলা থেকে আনসার আল-ইসলামের সামরিক শাখার দুই সদস্যসহ ৬ জঙ্গিকে আটক করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া জঙ্গিরা হলেন- শাকিল ইসলাম (১৯), আশিকুর রহমান (১৮), আবু মো. ওবায়দুল্লাহ (১৭), তৌকির হোসেন (১৪), আরাফাত হোসেন নাঈম (১৯) ও আফসানুর রহমান রুবেল (৩১)।
বিজ্ঞাপন
র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও রাজশাহীতে অভিযান পরিচালনা করে আনসার আল-ইসলামের সামরিক শাখার দুই সদস্যসহ ৬ জঙ্গিকে আটক করে র্যাব-৪।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংগঠনটির সামরিক শাখার দুই সদস্য শাকিল ইসলাম ও আশিকুর রহমান জানান, তারা গোপনে অন্যদের সংগঠনে যোগ দেওয়ার জন্য উদ্ধুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এছড়া সংগঠনটির হয়ে বোমা তৈরির কাজ করত তারা। তাদের কাছ থেকে বোমা তৈরির ম্যানুয়াল পাওয়া যায়। বোমা তৈরির সরঞ্জাম কেনার সময় তাদের রাজধানীর কল্যাণপুর থেকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক হওয়া বাকি ৪ জন জঙ্গি র্যাব-৪ কে জানায়, তারা গোপন বৈঠকের পাশাপাশি বন্ধুত্ব তৈরি করে নতুন সদস্য সংগ্রহ করে আসছিলো। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, ভিডিও আপলোড করে এ কার্যক্রম চালাত।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের অন্যান্য সহোযোগীদের আটক করতে র্যাব-৪ এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
এমএসি/টিএম