ঢামেকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) নতুন কমিটি গঠিত হয়েছে। ডা. জাবের মো. আব্দুল্লাহকে সভাপতি ও ডা. মাহামুদুল হাসান ইউসুফকে সাধারণ সম্পাদক করে এ কমিটি করা হয়।
সোমবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন, ডা. এমদাদ হোসেন হৃদয়, ডা. ইফতেখার রহমান, ডা. মো. সোহেল রানা রনি, ডা. মো. নাইমুল হাসান নাইম, ডা. স্বপ্নীল আব্দুল্লাহ এবং ডা. প্রজ্ঞা দেব ভক্ত, ডা. মো. আবু হাসনাত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নবগঠিত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে, ডা. শান্ত কুমার ঘোষ, ডা. রিয়াজ বিন আলম, ডা. জারিফ খান, ডা. আব্দুলাহ আর রাফি, ডা. ফারিহা রহমান লাবিবা এবং ডা. আল মোমিনকে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়, ডা. নওফেল ইমতিয়াজ, ডা. তাইবুর মাসুদ আলবার্ট, ডা. আবরার হামীম, ডা. সুরাইদ বিন মাহমুদ চৌধুরী, ডা. হাবিবুল আওয়াল শুভ এবং ডা. রাজেশ শীলকে।
নতুন এই কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন, ডা. সিয়াম মোর্শেদ, অর্থ-বিষয়ক সম্পাদক ডা. মো. আরিফুল ইসলাম, প্রচার-বিষয়ক সম্পাদক করা হয়েছে ডা. মুহাইমিনুল ইসলামকে।
টিআই/এমএসএ