চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় নৌবাহিনীর বাসের দুইটি ব্যাটারি চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৭ মার্চ) নগরের হালিশহর, বন্দর, ইপিজেড, ডবলমুড়িং ও চান্দগাও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও চোরাই মালামাল জব্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, আনোয়ার হোসেন (৪১), জাহাঙ্গীর আলম ওরফে হৃদয় বাবু (৪০), মইনুল ইসলাম (৩৭) ও মো. জসিম উদ্দিন (৪০)।

পুলিশ জানায়, ব্যাটারি চুরির ঘটনায় গত ১২ মার্চ নৌবাহিনীর নেভাল এভিয়েশনের এমটির চিফ মো. মনজুর রহমান (৩৯) বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। 

অভিযানে নেতৃত্ব দেওয়া পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খাজা এনাম এলাহী ঢাকা পোস্টকে বলেন, মামলার পর সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি শনাক্ত করা হয়। এরপর একে একে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের চুরির কাজে ব্যবহৃত অটোরিকশা ও চোরাই মালামাল উদ্ধার করা হয়।

এমআর/কেএ