সৌদি আরবের সঙ্গে কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সুপারিশ
সৌদি আরবের সঙ্গে কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সুপারিশ করেছে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপ।
বৃহস্পতিবার (২১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গ্রুপের সভাপতি সালমান ফজলুর রহমান এমপি সভাপতিত্ব করেন।
বিজ্ঞাপন
বৈঠকে মৈত্রী গ্রুপের সদস্য মো. আব্দুর রাজ্জাক এমপি, আ. ফ. ম. রুহুল হক এমপি, ফরিদুল হক খান এমপি, মো. টিপু মুনশি এমপি, মো. শাহরিয়ার আলম এমপি, সাজ্জাদুল হাসান এমপি, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি ও সুলতানা নাদিরা এমপি অংশগ্রহণ করেন। শুরুতে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রীগ্রুপের সদস্যদের পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয় এবং মৈত্রীগ্রুপের কার্যক্রম সম্পর্কে সদস্যদের বৈঠকে ব্রিফ করা হয়।
মৈত্রীগ্রুপের এ বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে কাজে লাগিয়ে কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগানোর সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরব- এই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন বিষয়ক আলোচনা হয় এবং মেডিকেল প্রফেশনাল ও ফার্মাসিউটিক্যালস পণ্য বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুপারিশ করা হয়।
বিজ্ঞাপন
সভাপতি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা স্ব স্ব দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে।
বৈঠকে জাতীয় সংসদের আইপিএ ডিরেক্টরসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর/এমএ