ভুয়া মালিক সেজে জমি বিক্রির চেষ্টা, গ্রেফতার ৬
ভুয়া মালিক সেজে কাগজপত্র নকল করে অন্যের জমি বিক্রির চেষ্টাকারী ৬ প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৩০ ডিসেম্বর) রাতে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি উদ্ধার প্রতিরোধ টিম রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মোতালেব শিকদার (৬৫), পিয়ার হোসেন (৪৯), নাসির হোসেন (৬০), আ. মান্নান (৫৫), আ. রব নিরু (৪০) ও গোলজার হোসেন (৪৫)। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) গোয়েন্দা মতিঝিল বিভাগের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার শিকদার মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, গ্রেফতারের সময় আসামিদের নিকট থেকে ইসলামী ব্যাংকের একটি চেক, তিনটি একশত টাকার স্ট্যাম্প, একটি পঞ্চশ টাকার স্ট্যাম্প, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, একশত টাকার স্ট্যাম্প চুক্তিনামাসহ জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে ভুয়া মালিক সেজে অন্যের জমির নকল কাগজপত্র তৈরি করে আরেকজনের কাছে বিক্রি করার পাঁয়তারা করছিল।
বিজ্ঞাপন
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এমএসি/টিএম