দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সব মন্ত্রণালয়কে ব্যবস্থার সুপারিশ
দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সব মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (২৪ মার্চ) জাতীয় সংসদে দ্বাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি দীপংকর তালুকদার সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরি, আ স ম ফিরোজ, মো. শাহাব উদ্দিন, মো. আব্দুল ওদুদ, তানভীর শাকিল জয়, গালিবুর রহমান শরীফ, এস এম আতাউল হক, মো. ছানুয়ার হোসেন ছানু এবং আরমা দত্ত অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য এ. বি. এম ফজলে করিম চৌধুরীর বৈঠকে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু হয়। বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শাহাদৎ বরণকারী সদস্য, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে শাহাদৎ বরণকারী সব শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে কর্মকর্তাদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয় সম্পর্কে; বন ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয় সম্পর্কে এবং রাবার সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। এছাড় সব ধরনের দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। কমিটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণসহ নতুন বনাঞ্চল সৃষ্টির ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে।
বিজ্ঞাপন
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর/জেডএস