মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান।

মঙ্গলবার (২৬ মার্চ) এক সংক্ষিপ্ত সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যেমনভাবে আমাদের পিতা বীর মুক্তিযোদ্ধারা লাল-সবুজের পতাকা ও একটি স্বাধীন বাংলাদেশের মানচিত্র বিশ্ব-দরবারে প্রতিষ্ঠা করেছিল, তেমনভাবে আমরাও বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

সারা দেশের মুক্তিযোদ্ধার সন্তানরা শেখ হাসিনার পাশে ছিল, আছে এবং থাকবে বলেও উল্লেখ করেন তারা।

মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তানের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, সভাপতিমণ্ডলীর সদস্য হাজী মো. এমদাদুল হক, অ্যাড. সাইফুল বাহার মজুমদার, সহ-সভাপতি রেজাউল বারী সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন অন্তরা, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার অনি সামদানী চৌধুরী, আইন সম্পাদক অ্যাড.আশরাফুল আলম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মমিন, ঢাকা জেলার সভাপতি সানোয়ার রাসেল, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আলী আলমগীর, দক্ষিণের প্রচার সম্পাদক পাকেল সাহা, নয়ন ভান্ডারী, ব্যারিস্টার সারোয়ার হোসেন আকন্দ, অ্যাড. গোলাম কিবরিয়াসহ ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, ঢাকা জেলা ও আইনজীবী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এমজে