সীমান্ত বন্ধে ফখরুলের বক্তব্যের জবাব দিলেন তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ/ ফাইল ছবি
ভারতের সঙ্গে প্রকৃতপক্ষে সীমান্ত কার্যত যেভাবে চালু থাকে, সেভাবে চালু নেই বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিএনপি মহাসচিব সীমান্ত বন্ধ করার দাবি তুলেছেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে প্রকৃতপক্ষে সীমান্ত কার্যত যেভাবে চালু থাকে, সেভাবে চালু নেই। বাংলাদেশের কোনো মানুষ সেখানে যেতে পারছে না, সেখান থেকে বাংলাদেশেও কেউ আসতে পারছে না।
বিজ্ঞাপন
পণ্য পরিবহন চালু আছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেব কি পণ্য পরিবহনও বন্ধ করে দিতে বলেছেন? যাতে বাংলাদেশে পণ্যের সঙ্কট পড়ে। তিনি বুদ্ধিমান মানুষ, বুদ্ধি করেই বলেছেন; যাতে দেশে একটি সঙ্কট তৈরি হয়। কার্যত সীমান্ত চালু নেই, শুধু পণ্য পরিবহন চালু আছে।
ভারতে করোনা পরিস্থিতি খুবই খারাপ, তার মধ্যে সরকার আজ থেকে মার্কেট খুলে দিলে। এটা আমাদের জন্য কতটা যৌক্তিক সিদ্ধান্ত? জানতে চাইলে সরকারের এ মন্ত্রী বলেন, সরকার ‘লকডাউন’ দেওয়ার পর বিক্ষোভ মিছিল হয়েছে, না দেওয়ার জন্য। দোকান খোলার জন্যও বিক্ষোভ মিছিল হয়েছে।
বিজ্ঞাপন
‘সরকারকে তো জীবন এবং জীবিকা দুটোই রক্ষা করতে হবে। জীবন এবং জীবিকা রক্ষার মধ্যে সমন্বয় করতে হবে। বিশ্বব্যাপী এটি প্রশংসিত হয়েছে। এখনও খেটে খাওয়া মানুষের অনেক কষ্ট হচ্ছে এবং দেশের কয়েক কোটি মানুষ দোকানের ওপর নির্ভরশীল। এছাড়া সামনে ঈদ। এগুলো বিবেচনায় রাখতে হয়। সেজন্য সরকার সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে এগুলো খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
হাছান মাহমুদ বলেন, আমি মনে করি, করোনা মহামারি পৃথিবীতে চলছে, দেশে মহামারির থাবা এখনও বিরাজমান। সেই কথা মাথায় রেখে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে কাজ করি, তাহলে করোনাকে মোকাবিলা করা আমাদের পক্ষে সম্ভব হবে।
এসএইচআর/এসএসএইচ