হুইপ ইকবালুর রহিমের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমা নাজমা রহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নাজমা রহিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদকে ভূষিত সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের মা।
বিজ্ঞাপন
বুধবার বিকেল ৩টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান নাজমা রহিম।
এমএসআই/জেডএস